সোমবার ২১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | সুনীলদের হারিয়ে ঘরের মাঠে জয়ের সরণিতে, লিগ শিল্ডের আরও কাছে মোহনবাগান

Sampurna Chakraborty | ২৭ জানুয়ারী ২০২৫ ২২ : ১৮Soma Majumder


মোহনবাগান - ১ (লিস্টন)

বেঙ্গালুরু এফসি - ০

আজকাল ওয়েবডেস্ক: ডার্বির পর প্রথম জয়। প্রায় ৪২ হাজার সমর্থকের উপস্থিতিতে জোড়া ড্রয়ের পর জয়ের সরণিতে সবুজ মেরুন। সোমবার যুবভারতীতে বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারিয়ে লিগ শিল্ডের আরও কাছে পৌঁছে গেল মোহনবাগান। ম্যাচের একমাত্র গোলদাতা লিস্টন‌ কোলাসো। গোলের পর উচ্ছ্বাসে জার্সি, ভেস্ট খুলে কর্নার ফ্লাগের কাছে গিয়ে সেলিব্রেশন করেন লিস্টন। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট হোসে মলিনার দলের। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা গোয়ার পয়েন্ট ৩৩। তিন পয়েন্টে স্বস্তির নিশ্বাস ফেলবেন মোলিনা। জিতলেও দলের খেলায় খুশি হতে পারবেন না বাগান কোচ। খুব বেশি ভাল মানের ফুটবল খেলতে করেনি কোনও দলই। 

চেন্নাইয়ের সঙ্গে ড্রয়ের পর বেঙ্গালুরু ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেননি মোলিনা। প্রথম একাদশে ফেরান জেমি ম্যাকলারেন, লিস্টন কোলাসো, মনবীর সিং, আপুইয়াকে। ফরমেশন যদিও এক। ম্যাকলারেনকে সামনে রেখে ৪-২-৩-১ ছকে দল সাজান বাগানের স্প্যানিশ কোচ। অন্যদিকে প্রথম একাদশে সুনীল ছেত্রীকে রাখেন বেঙ্গালুরু কোচ। ৪-৩-৩ ফরমেশনে দল সাজান। জেরার্ড জারাগোজা। প্রথম আধ ঘণ্টা সেফ ফুটবল খেলে দুই দলই। কোনও সুযোগ নেই। মাঝমাঠেই বল ঘোরাফেরা করে। তারমধ্যে অসংখ্য মিস পাস দুই দলেরই। ম্যাচের প্রথম সুযোগ ২৮ মিনিটে। রায়ান উইলিয়ামসের শট বাঁচান বিশাল কাইত। ৫০-৫০ সুযোগ। তবে বিরতির ঠিক আগে দলকে এগিয়ে দিতে না পারার জন্য আফশোস করবেন সুনীল ছেত্রী। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ মিস বেঙ্গালুরুর অধিনায়কের। নোগুয়েরার পাস থেকে পা ছোঁয়ালেই গোল। সেই অবস্থায় মনবীর এবং অ্যালবার্তোর মাঝখান দিয়ে বাইরে মারেন সুনীল। 

প্রথমার্ধে খুব উন্নতমানের ফুটবল না হলেও গোলের সুযোগ পেয়েছিল মোহনবাগানও। প্রথম ৩০ মিনিটে কিছুটা ম্লান দেখায় মোলিনার দলকে। কিন্তু ম্যাচের তৃতীয় কোয়ার্টারে বেঙ্গালুরুর রক্ষণে চাপ সৃষ্টি করে সবুজ মেরুন। মিনিট দশকে একাধিক সুযোগ। কিন্তু ফিনিশিংয়ের অভাব। ম্যাচের ৩৮ মিনিটে স্টুয়ার্টের শট তালুবন্দি করেন গুরপ্রীত।‌ তার কয়েক সেকেন্ডের মধ্যে আবার মিস। লিস্টনের দূরপাল্লার শট ফিস্ট করে বাঁচান বেঙ্গালুরুর কিপার। বিরতির পরই আবার গোলের সুযোগ পায় বাগান। ম্যাচের ৪৮ মিনিটে দীপক টাংরির হেড ডানদিক ঝাঁপিয়ে বাঁচায় গুরপ্রীত। দ্বিতীয়ার্ধেও ম্যাড়ম্যাড়ে ফুটবল। তবে কাজের কাজ করেন লিস্টন কোলাসো। স্টুয়ার্টের পাস ক্লিয়ার করতে গিয়ে রাহুল বেকের হেড লিস্টনের পায়ের সামনে পড়ে। কোনওদিকে না দেখে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরাল ভলিতে গোল গোয়ার উইঙ্গারের। ম্যাচের অন্তিমলগ্নে সমতা ফেরানোর সুযোগ পায় বেঙ্গালুরু। ৯০+৩ মিনিটে রায়ানের কর্নার থেকে রাহুল বেকের হেড ক্রসপিসের ওপর দিয়ে ভেসে যায়। খুব ভাল ফুটবল না হলেও গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় মোহনবাগান। এদিন ম্যাচের শুরুতে এক বিশাল টিফো নামানো হয়েছিল গ্যালারিতে। যেখানে ব্রিটিশ আমলের ফুটবল থেকে মোহনবাগানের ১৯১১ শিল্ড জয়ের ইতিহাস তুলে ধরা হয়। এমন একটি দিনে সমর্থকদের খালি হাতে ফিরতে দেয়নি লিস্টনরা।‌


MohunBagan BengaluruFC MohunBaganreturntowinningwaysathome

নানান খবর

নানান খবর

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি 

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

সোশ্যাল মিডিয়া